লক্ষ্মীপুর ইউপি’র সাবেক মেম্বার আব্দুল কাদির বেপারীর দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা লক্ষীপুর মডেল ইউনিয়ন ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল কাদির বেপারী ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টা ২৫ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে অসংখ্য আত্মীয়-স্বজনসহ বহু গুণগাহী রেখে যান।
গতকাল মঙ্গলবার সকাল ৮টায় জামিয়া আরাবিয়্যাহ রঘুনাথপুর দারুল উলুম মাদরাসার মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মাদরাসার মুহতামিম মাও. আশরাফ আলী। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিতি ছিলেন লক্ষ্মীপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আলহাজ হাফেজ বেপারী, ১নং ওয়ার্ড মেম্বার মো. শাহজাহান বেপারী, ২নং ওয়ার্ড মেম্বার আঃ কাদির ফয়েজ কাজী, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি ছায়েদ আলী আখন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. দুলাল বেপারী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মনির শেখ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোকন রাড়ী, আরাজি বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান আজু খা, জেলা ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান পরান, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আ. রহমান, দৈনিক ইলশেপাড়ের সদর উপজেলা প্রতিনিধি মো. আল আমিন ছৈয়ালসহ দলীয় নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।
উল্লেখ্য, মো. আব্দুল কাদির বেপারী ১৯৮৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত চার বার সুনামের সাথে লক্ষ্মীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বারের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি লক্ষীপুর মডেল ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি, জামিয়া আরাবিয়্যাহ রঘুনাথপুর দারুল উলুম মাদরাসার পরিচালনা কমিটির সহ-সভাপতি ও আরাজি বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, আরাজি বালিয়া কমিউনিটি ক্লিনিকের সদস্যের দায়িত্ব পালন করে আসছেন। মেম্বারের পাশাপাশি অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
১১ নভেম্বর, ২০২০।