শহীদ কুদ্দুছের কবরে অ্যাড. জসিম পাটওয়ারীর শ্রদ্ধাঞ্জলি


হাইমচর ব্যুরো
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকা বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হাইমচরের কৃতী সন্তান কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদ আ. কুদ্দুছের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলিসহ সুরা ফাতেহা পাঠ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী।
গতকাল বুধবার সকাল ৯টায় হাইমচরের পল্লী বিদ্যুৎ মোড়ে শহীদ আ. কুদ্দুছের কবরে নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি, সুরা ফাতেহা পাঠ ও শহীদের আত্মার মাগফেরাত কামনা করে সাংবাদিকদের সাথে অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী বলেন, শহীদ কুদ্দুছ আমার বাল্যবন্ধু। আল্লাহপাক তাকে জান্নাতবাসী করুক। ২১ আগস্টের রায় দ্রুত বাস্তবায়নসহ এর ইন্দনদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, সহ-সভাপতি হাসিব পাটওয়ারী, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য জান্নাতুল বাকি বিল্লাহ উপম পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আবু বকর সিদ্দিক, মাসুদুর রহমান পরান, জেলা ছাত্রলীগ সাবেক নেতা আজিজুল হক খোকা, হাইমচর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পদক নজরুল ইসলাম রনি, প্রচার সম্পাদক গাজী সুজন, আওয়ামী লীগ নেতা ভোলা মাঝি, যুবলীগ নেতা মজিবুর রহমান, সোহাগ মাঝি, আশিক পাটওয়ারী, রাজু পাটওয়ারীসহ হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিট ছাত্রলীগ নেতৃবৃন্দ।

২২ আগস্ট, ২০১৯।