শাহমাহমুদপুরে অপরিকল্পিত ড্রেজিং চলছে


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কেতুয়ায় অপরিকল্পিত ড্রেজিং বন্ধের দাবিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নজরুল বেপারী, মোস্তফা মিজি ফসলী জমি থেকে ড্রেজিং বন্ধের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, কৃষ্ণপুর গ্রামের মৃত আহম্মদ মিজির ছেলে মো. আবু বকর মিজি (উরপে) দুলা মিজি, মতিন মিজি, কুদ্দুছ গাজীর ছেলে আলমগীর গাজী কেতুয়া ও ঘোষাইপুর গ্রামের সীমানার মধ্যে ওয়ারিশের ৬৯ শতাংশ সম্পত্তি অপরিকল্পিতভাবে চলতি বর্ষায় জোরপূর্বক ড্রেজিংয়ের ব্যবস্থা করেন।
উল্লেখিত সম্পত্তির ১০ জন ওয়ারিশ রয়েছে। এর মধ্যে ৬ জন ছেলে ও ৪ জন মেয়ে। তাদের সাথে কোন প্রকার যোগাযোগ না করেই দুলা মিয়া, আলমগীর গাজী জোরপূর্বক ড্রেজিং শুরু করেন। উক্ত স্থান থেকে অবৈধভাবে ড্রেজিং করার ফলে আশপাশের ১০ থেকে ১৫ একর জমি অনাবাদী হয়ে পড়বে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
নজরুল বেপারী, মোস্তফা মিজির লিখিত অভিযোগ দায়ের করার পর বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদকে দায়িত্ব দেন। স্বপন মাহমুদ সাথে সাথেই উল্লেখিত স্থান থেকে ড্রেজিং বন্ধ করার জন্য তাদের নির্দেশ প্রদান করেন। কিন্তু কে শুনে কার কথা, দুলা মিয়া গায়ের জোরে এখনো সেখানে ড্রেজার রেখে সবার অগোচরে মাটি খনন করে যাচ্ছেন।
দ্রুত সেখান থেকে ড্রেজার বন্ধের জন্য ভুক্তভোগীসহ স্থানীয়রা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

২১ আগস্ট, ২০১৯।