শাহরাস্তিতে জোবেদা মতিন স্কুল এন্ড কলেজের উদ্বোধন

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তির কালিয়াপাড়ায় জোবেদা মতিন স্কুল এন্ড কলেজ (ইংরেজি ভার্সন) এর উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সকাল ১১টায় এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
জোবেদা মতিন স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মশিউর রহমান। তিনি জানান, চলতি বছরের জানুয়ারি মাসে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত তিন শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে শ্রেণি কার্যক্রম আরো বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজি আবদুল লতিফ, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মেজবাহ কবির প্রমুখ।
সভার শুরুতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। চলতি শিক্ষাবর্ষের অধ্যায়নরত তিন শিক্ষার্থী তাদের চলমান শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, তাদের পরিচয় এবং ভবিষৎ জীবনের পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ অঞ্চলে নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি গুরুত¦পূর্ণ অবদান রাখবে অভিপ্রায় ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

১৬ অক্টোবর, ২০২৩।