শাহ্তলী জিলানী চিশতী কলেজে নবীনবরণ

উচ্চ মাধ্যমিকের দু’বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ …. মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় কলেজের হলরুমে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে ও প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ কলেজ থেকে তোমাদের মধ্য থেকে একদিন সচিব, ম্যাজিস্ট্রেট ও উচ্চ শিক্ষিত নাগরিক হবে। হাইস্কুল থেকে কলেজ একটু ভিন্ন পরিবেশ। এ কলেজের প্রতি আমার শুভ কামনা। এ প্রতিষ্ঠানের সুন্দর একাডেমিক ভবন আমাকে মুগ্ধ করেছে। এ রকম একটি কলেজ গ্রামে প্রতিষ্ঠা করা সত্যিই কঠিন। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এ কলেজই যথেষ্ট। আমি নিজেও একটি গ্রামের অজো-পাড়াগাঁয়ের কলেজ থেকে উঠে এসেছি। আমি সফলতা অর্জন করতে পারলে তোমরা পারবা না কেন।
তিনি আরো বলেন, অবকাঠামোগত উন্নয়নের সাথে সাথে শিক্ষার মানেরও উন্নয়ন ঘটাতে হবে। এ বছর পৌনে ৪ লাখ বিসিএস দিয়েছে। পৃথিবীতে এমন রাষ্ট্র আছে, যেখানে এত লোকসংখ্যাই নেই। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ভালো লেখাপড়ার বিকল্প নেই। ভালো ইংরেজি জানতে হবে, ইংরেজি আমাদের বিসিএস সহায়তা করেছে। তথ্য প্রযুক্তিতে জ্ঞান থাকতে হবে। নিজেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। লেখা-পড়া করে ভালো মানুষ হতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের মেট্রোরেল, পদ্মাসেতু, পারমাণবিক বিদ্যুত কেন্দ্র হচ্ছে। আমরা এখন দেশপ্রেমিক নাগরিক চাই। শিক্ষা জীবনের উচ্চ মাধ্যমিকের দু’বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক ও বাবা-মাকে সম্মান করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, আজকের দিনটি একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এ প্রতিষ্ঠানে ৭০-৮০ ভাগ শিক্ষার্থী মেয়ে। ১৯৭০ সালে আমার দাদা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তিনি শিক্ষার্থীদের কষ্ট লাঘবে গ্রামে এ প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এ প্রতিষ্ঠান থেকে অনেক জ্ঞানী-গুণী পাস করে গেছেন। এ কলেজের শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়েও অধ্যায়ন করছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. কামাল হাজি ও উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক আলেয়া চৌধূরী, কৃষি বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. হানিফ মিয়া, হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. মানিক মিয়া, জীব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. হাবিবুর রহমান, উচ্চতর গণিত বিষয়ের প্রভাষক মো. শাহাদাৎ হোসেন, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইফরাত জাহান সাবিহা, বিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী মো. হারুন-অর রশিদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, ভূগোলের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার, যুক্তিবিদ্যার সহকারী অধ্যাপক শামীমা আক্তার, হামানকর্দ্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, কলেজের সমাজকর্মের প্রভাষক মো. নুরুল বাতেন, ইসলাম শিক্ষার প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, আইসিটি প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, অর্থনীতির প্রভাষক ফারজানা আক্তার, রসায়নের প্রভাষক মো. মাহবুবুর রহমান, জীববিজ্ঞানের প্রদর্শক মো. মুঞ্জুর হোসেন পাটওয়ারী, পৌরনীতির প্রভাষক মনোয়ারা খাতুন, উৎপাদন ও বিপণনের প্রভাষক মো. মনজুরুল আলম পাটওয়ারী, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য ও শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. মোস্তফা খান, সহকারী লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম আহামদ।

২ জুলাই, ২০১৯।