স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে শতভাগ শিক্ষিত জাতি গঠন করতে হবে। কেবল সাধারণ শিক্ষা নয়, বিজ্ঞানভিত্তিক, তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। আমরা সীমিত সামর্থের মধ্যেও জেলা পরিষদের মাধ্যমে শিক্ষার উন্নয়নে অবদান রাখার চেষ্টা করছি। শিক্ষার প্রসারে আগামীতে চাঁদপুর জেলা পরিষদ আরো ব্যাপকভাবে অবদান রাখবে।
তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি ও অনুদান প্রদানের হার আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে। এ বছর বৃত্তির জন্য আবেদনকারী সবাইকে বৃত্তি কিংবা অনুদান প্রদান করা হয়েছে। আগামীতে আরো বেশি সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি ও অনুদান প্রদান করার পরিকল্পনা রয়েছে আমাদের। তিনি গত বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, সফরমালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, জেলা পরিষদ সদস্য নূরুল ইসলাম পাটওয়ারী, মো. মুকবুল হোসেন মিয়াজী, মশিউর রহমান মিটু, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদ সচিব মো. মিজানুর রহমান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবির হোসেন ও ফারহানা আক্তার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আবদুল হালিম, প্রধান সহকারী মো. মজিবুর রহমান, একাউনটেন্ট ইকবাল হোসেন, সার্ভেয়ার নাছির উদ্দিনসহ জেলা পরিষদের বিভিন্ন শাখার প্রধান।
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল জানান, এবার ৩১১ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও অনুদান প্রদান করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ১০ লক্ষাধিক টাকা। এর বাইরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আরো ৩০ লক্ষাধিক টাকা অনুদান প্রদান করা হয়েছে চলতি অর্থবছরে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়ে থাকে বিভিন্ন প্রকল্পের আওতায়।
- Home
- প্রথম পাতা
- শিক্ষার প্রসারে চাঁদপুর জেলা পরিষদ আরো ব্যাপকভাবে অবদান রাখবে: আলহাজ ওচমান গণি পাটওয়ারী
Post navigation


