মনিরুল ইসলাম মনির
আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে মতলববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। বিএনপি-জামায়াতের দুঃশাসন আর ফিরে আসতে দেয়া যাবে না। ওরা ক্ষমতায় এলে বাংলাদেশ হবে জঙ্গির দেশ। গতকাল শনিবার বিকেলে মতলব উত্তরের ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের জন্য এখন থেকেই নেতাকর্মীদের কাজ শুরু করতে হবে। বাড়িতে-বাড়িতে গিয়ে জনগণের কাছে ভোট চাইতে হবে। ভেদাভেদ ভুুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া যেসব উন্নয়ন কাজ করেছেন তা জনগণের মাঝে তুলে ধরতে হবে।
মতলবের উন্নয়নে মায়া চৌধুরীর বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য যে সকল উন্নয়ন কাজ করা প্রয়োজন তা আমরা হাতে নিয়েছি। এবার ক্ষমতায় আসলে এর সুফল পাবে মতলববাসী।
প্রবীণ আওয়ামী লীগ নেতা ওয়ালি উল্লাহ সরকারের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ রফিকুল আলম জর্জ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, উপজেলা যুবলীগের সভাপতি জহির দেওয়ান, সাধারণ সম্পাদক কাজী শরীফ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, পৌর ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ, ব্যারিস্টার জুুুুয়েল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা আনিসুল হক, প্যানেল মেয়র হাজি রুহুল আমিন মোল্লা, কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, পৌর আওয়ামী লীগ নেতা আল মাহমুদ টিটু মোল্লা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এসএম নোমান দেওয়ান, পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ছেংগারচর বাজার শাহী জামে মসজিদের খতিব মাও. মো. তাজুল ইসলাম জিহাদী।
