স্টাফ রিপোর্টার
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চাঁদপুরের প্রথম শ্রেণির নৃত্য শিক্ষালয় সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরীর স্বামী হিমাংশু সেন চৌধুরী পরলোক গমন করেছেন। সোমবার (১৬ আগস্ট) ভোর পৌনে ৪টায় ঢাকা সমরিতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে হিমাংশু সেন চৌধুরীর বয়স হয়েছিল ৬৩ বছর।
হিমাংশু সেন চৌধুরীর দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে ১০ দিন ধরে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সবশেষে তার অবস্থান অবনতি ঘটলে তাকে সমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও স্ত্রীসহ বহু শুভাকাক্সক্ষী রেখে গেছেন। গতকাল সোমবার সকাল ১০টায় হিমাংশু সেন চৌধুরীর শেষকৃত্য চাঁদপুর বাগাদী রোডস্থ মহাশ্মশানে অনুষ্ঠিত হয়েছে।
হিমাংশু সেন চৌধুরীর সহধর্মিণী অনিমা সেন চৌধুরী জানান, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ জনিত সমস্যায় ভোগছিলেন। মৃত্যুর আগে অতিরিক্ত রক্তক্ষরণ হলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হিমাংশু সেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক রোটা. কাজী শাহাদাত, চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক শুকদেব রায়, অনন্যা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মৃনাল সরকার, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব ও ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদ, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, বর্ণমালা থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের সাধারণ সম্পাদক জাফর ইকবাল মুন্না, চাঁদপুর ড্রামার সভাপতি তপনন সরকার, সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, স্বরলিপি নাট্যদলের প্রতিষ্ঠাতা ও সভাপতি এমআর ইসলাম বাবু, মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকুসহ সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।
১৭ আগস্ট, ২০২১।