স্টাফ রিপোর্টার
মামলায় হাজিরা দিতে আদালত পাড়ায় মিলন, অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার। গত রোববার থেকে গতকাল মঙ্গলবার দিনভর এমনটা ছিল টক অব দি চাঁদপুর। শেষ পর্যন্ত সবই ছিল গুজব।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলনের সহধর্মিণী নাজমুন নাহার বেবী স্বামীর নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন। কারণ, মিলন প্রায় ৩ ডজন মামলার ফেরারি আসামি। তাই রোববার বিকেলে নাজমুন নাহার বেবী তার স্বামী মিলন যেন চাঁদপুরের আদালতে হাজিরা দিয়ে জামিন পেয়ে নিরাপদে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে নাজমুন নাহার বেবী প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কাছে আবেদন নিয়ে যান। কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ না পেয়ে বেবী নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও মোসাম্মৎ কবিতা খানমের কাছে আবেদনপত্রটি পৌঁছে দেন।
এদিকে গত রোববার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত দিনভর চাঁদপুরের আদালতপাড়া পোশাকধারী পুলিশের পাশাপাশি বিপুলসংখ্যক সাদা পোশাকের পুলিশের উপস্থিতি ছিল। এই নিয়ে জেলা পুলিশের কোনো কর্মকর্তা সরাসরি মুখ না খুললেও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ মামুন জানান, বিশেষ প্রয়োজনে আদালত পাড়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেহেতু জেলা প্রশাসক কার্যালয়টি রিটার্নিং অফিসারের কার্যালয় সেজন্যই আমরা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছি।
অন্যদিকে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলনের বিরুদ্ধে তার নির্বাচনী এলাকা কচুয়ায় নানা অপরাধের অভিযোগ এনে অন্তত ৩৫টি মামলা চলমান রয়েছে। এসব মামলার বেশ কয়েকটিতে মিলন জামিন নিয়ে থাকলেও দীর্ঘদিন দেশের বাইরে থাকায় তার বিরুদ্ধে এখন গ্রেপ্তারের পরোয়ানা জারি রয়েছে। সেজন্যই মিলন চাঁদপুরের আদালতে হাজিরা দেয়ার কথা থাকায় তিনি চাঁদপুর এসেছেন এমন কথা জানার পর তাকে আটক করা হয়েছে এমন গুজবেই গত ৩ দিন ধরে চাঁদপুর শহরে ছড়ানো হয়।
কিন্তু মিলন গত রোববার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত তিনি চাঁদপুরেই আসেননি। আবার কেউ কেউ গুজব ছড়ান এহছানুল হক মিলন চাঁদপুরে এসে আদালতে প্রবেশ না করে তিনি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চলে যান। সেখান থেকে তিনি মুহূর্তের মধ্যে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করেন। মূলত এহছানুল হক মিলন এই ৭২ ঘণ্টার মধ্যে এক মিনিটের জন্যও চাঁদপুরে আসেননি।

