সুজিত রায় নন্দীর শীতবস্ত্র বিতরণ


স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কেন্দ্রিয় আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী চাঁদপুর পৌরসভায় ১ হাজার কম্বল বিতরণ করেছেন। গত শুক্রবার বিকাল ৩টায় জেলা আ.লীগের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এই কম্বল বিতরণ করেন।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রীর পক্ষ থেকে আমরা আজ পৌর এলাকায় ১ হাজার কম্বল বিতরণ করছি। প্রতিটি ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ করা হবে। এছাড়া আমাদের যেসব দুঃস্থ ও অসহায় নেতৃবৃন্দ রয়েছেন তাদেরও জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই কম্বল পৌঁছে দেয়া হবে। বর্তমানে এই পৌরসভায় যে কয়টি সংগঠন রয়েছে প্রত্যেকটি সংগঠন অতন্ত সুশিক্ষিত ও সুশৃঙ্খল সংগঠন। আমরা চাই প্রতিটি পাড়া-মহল্লায় এরকম সুশিক্ষিত সুশৃঙ্খল সংগঠন গড়ে উঠুক। আজ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে সারা বিশ্বের কাছে যেভাবে প্রশংসিত হয়েছেন, সম্মানিত হয়েছেন তা বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মানবতার কাজ করে শেখ হাসিনা সারা বিশ্বের কাছে মডেল হিসেবে প্রতিষ্ঠিত। এছাড়াও তিনি আন্তর্জাতিক তথ্য অনুযায়ী চতুর্থ জনবান্ধব সরকার।
পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গৌবিন্দ গোপের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহ-সভাপতি শহিদ্দুল্লাহ মাস্টার ও বিল্লাল আখন্দ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হানিফ পাটওয়ারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন মিঠু, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রণজিৎ রায় চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া, পৌর আ.লীগের আইন বিষয়ক সম্পাদক দেবাশীষ কর্মকার মধু, সদর উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ টুনু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এসএম জয়নাল আবেদীন, যুগ্ম-আহ্বায়ক এমএ হাসান লিটন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা খোকা, রাসেল মিয়াজি, ফেরদৌস মোরশেদ জুয়েল, অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না, সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদুর রহমান পরান প্রমুখ।
এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।