স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি, মুক্তিযোদ্ধা, শহীদ অথবা প্রয়াত মুক্তিযোদ্ধার নিকটজন এবং মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনকারীদের সাথে সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার আলহাজ আবুল কালাম চিশতীসহ সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের মুক্তিযোদ্ধারা। গতকাল শনিবার সকাল ১০টায় আশিকাটি ইউনিয়নের সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীদের স্বাধীতার সময় যুদ্ধকালীন বিষয় ও বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে প্রশ্নের উত্তর দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জাকির হোসেন সর্দার, মুক্তিযোদ্ধা জায়নাল মাস্টার, আশিকাটি ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নাজিম মিজি, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজসহ আশিকাটি একাধিক মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা জামাল গাজী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে মুক্তিযোদ্ধারা বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষকদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবদুল মান্নান।
অনুষ্ঠানে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার আলহাজ আবুল কালাম চিশতী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। বঙ্গবন্ধুর কারণেই আমরা আজ স্বাধীন দেশে বসবাস করছি। বিশ্বের কাছে স্বাধীন দেশে হিসেবে পরিচিতি লাভ করেছি। বঙ্গবন্ধু একজন সোনার মানুষ ছিলেন। তিনি সব সময় বাংলাদেশকে নিয়েই ভেবেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চ স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। রেসকোর্স ময়দান থেকেই স্বাধীনতা ডাক শুরু হয়। আমরা মুক্তিযোদ্ধারা তার ৭ মার্চের ভাবনেই সাড়া দিয়ে মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করি। কিছু স্বার্থান্বেশী মানুষ ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুসহ স্বপরিবারকে হত্যা করে। নতুন প্রজন্মের কাছে বেশি বেশি করে বঙ্গবন্ধু সম্পর্কে বলতে হবে জানাতে হবে। তবেই স্বাধীনতা ও বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারবে।
২৯ সেপ্টেম্বর, ২০১৯।