সৈয়দ আশরাফের মৃত্যুতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান স্থগিত

জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া ও পকাতা উত্তোলন

এস এম সোহেল
আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ইন্তেকাল করায় বিভিন্ন কর্মসূচী স্থগিত করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ।
গতকাল শুক্রবার প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ।
বাদজুমা চাঁদপুর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফেরাত কামনাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডা. দীপু মনি এমপির সর্বাঙ্গীন কল্যাণ কামনাসহ দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করে জেলা ছাত্রলীগ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব আলহাজ মাও. মো. তোয়াহা।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। দোয়া শেষে দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সাবেক ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এম এ হাসান লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না, মো. জহির মিয়াজী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, শহর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন গাজী, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান তার বক্তব্যে বলেন, আমরা যারা ছাত্রলীগ করেছি এবং করি সবাই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। ১৯৪৮ সালে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগ। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন প্রতিষ্ঠা করা। ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনেক জাক-জমকভাবে হওয়ার কথা ছিলো। হঠাৎ আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ইন্তেকাল করায় বিভিন্ন কর্মসূচী স্থগিত করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ। এটি ছাত্রলীগের জন্য আরেকটি দৃষ্টান্ত, উদাহরণ হয়ে থাকবে।
তিনি আরো বলেন, ছাত্রলীগ নেতৃবৃন্দের কাজ হল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর ন্যায়ের পক্ষে থাকা। নিজেদের মধ্যে কোন ধরনের বিভেদ সৃষ্টি করা যাবে না। ছাত্র সমাজকে সু-সংঘঠিত করলে বঙ্গবন্ধুর স্বপ্ন প্রতিষ্ঠা হবে। সারা বাংলাদেশের মধ্যে চাঁদপুর জেলা ছাত্রলীগ হবে মডেল।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর।
২০১৭ সালের ২৪ অক্টোবর সৈয়দ আশরাফুলের স্ত্রী শীলা ইসলাম মারা যাওয়ার পর থেকেই তিনি প্রায় অসুস্থ হয়ে পড়েন। এক কন্যার জনক আশরাফুল ইসলাম ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি গত বছরের ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন। এ অবস্থাতেই একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে জয়ী হন সৈয়দ আশরাফ। একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপিদের মধ্যে ২৮৯ জন শপথ নিয়েছেন বৃহস্পতিবার। অসুস্থতার কারণে সৈয়দ আশরাফুল ইসলাম এদিন শপথ নিতে পারেননি। তিনি সুস্থ হয়ে দেশে ফেরার পর তার শপথ নেয়ার কথা ছিল।