হাইমচর গাজীপুর ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা

সভাপতি ইসমাইল, সম্পাদক লিয়াকত

হাইমচর ব্যুরো
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, তারুণ্যের অহংকার তারেক রহমানরে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও সাজানো রায়ের প্রতিবাদ এবং কেন্দ্র ঘোষিত আন্দোলন কর্মসূচিকে বেগবান এবং তৃণমূল পর্যায়ে থেকে বিএনপির সাংগঠনিক কর্মকা-কে গতিশীল করতে হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন বিএনপির ৪৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল রোববার হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিকের যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়। এতে মো. ইসমাইল হোসেন গাজীকে সভাপতি ও মো. শওকত আলী লিয়াকতকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।