সভাপতি ইসমাইল, সম্পাদক লিয়াকত
হাইমচর ব্যুরো
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, তারুণ্যের অহংকার তারেক রহমানরে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও সাজানো রায়ের প্রতিবাদ এবং কেন্দ্র ঘোষিত আন্দোলন কর্মসূচিকে বেগবান এবং তৃণমূল পর্যায়ে থেকে বিএনপির সাংগঠনিক কর্মকা-কে গতিশীল করতে হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন বিএনপির ৪৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল রোববার হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিকের যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়। এতে মো. ইসমাইল হোসেন গাজীকে সভাপতি ও মো. শওকত আলী লিয়াকতকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।