সাহেদ হোসেন দিপু
হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর উদ্যোগে করোনা রোগীদের ব্যবহারের জন্য বিনামূল্যে ১০টি অক্সিজেন সিলিন্ডারসহ করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে এ অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
গত সোমবার বেলা ১১টায় হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিস রুমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুনের কাছে অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন সুজিত রায় নন্দীর পক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোস কুমার মজুমদার।
সিলিন্ডার হস্তান্তরকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ কুমার মজুমদার বলেন, হাইমচর উপজেলায় করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাইমচরবাসী এমন দুঃসময় আর কখনো দেখেনি। চারোদিকেই শুধু অক্সিজেনের হাহাকার। হাইমচরের এমন দুঃসময়ে সুজিত রায় নন্দী বিগত দিনের মত এবারো হাইমচরবাসীর পাশে এশে দাঁড়িয়েছেন। সুজিত রায় নন্দীর দেয়া ১০টি অক্সিজেন সিলিন্ডার হাইমচরবাসীর অনেক উপকারে আসবে। আমরা সুজিত রায় নন্দীর প্রতি কৃতজ্ঞ।
সুজিত রায় নন্দীর প্রতিনিধি ত্রাণ উপ-কমিটির সদস্য জিএম আতিকুর রহমান সুমন বলেন, করোনা মহামারীর এ দুর্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি সারাদেশে অক্সিজেন সিলিন্ডারসহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করে আসছে। তারই অংশ হিসেবে সুজিত রায় নন্দীর উদ্যোগে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে করোনার রোগীরা বিনামূল্যে অক্সিজেন সেবা পাওয়ার লক্ষেই সুজিত রায় নন্দীর এ উদ্যোগ।
হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, করোনাকালীন এ দুঃসময়ে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন পাওয়া মানে আরো বেশ কিছু করোনা রোগীকে অক্সিজেন সেবা দেয়া। স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দেয়ায় হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সুজিত রায় নন্দীকে শুভেচ্ছা ও অভিনন্দন জনান তিনি।
অক্সিজেন সিলিন্ডার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাস্টার, মক্তিযোদ্ধা সিরাজ পাটোয়ারী, মানিক পাটোয়ারী, স্বেচ্ছাসেবক লীগ সদস্য দেওয়ান সজল, উপজেলা মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১১ আগস্ট, ২০২১।