হাইমচরে আ.লীগের বিশাল জনসভা

সবাইকে নিয়ে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো
………..শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সাহেদ হোসেন দিপু
ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাইমচর উপজেলা আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ড থেকে প্ল্যাকার্ড, ফেস্টুন বাদ্যযন্ত্র নিয়ে মিছিল সহকারে বিপুলসংখ্যক জনতার অংশগ্রহণে জনসভাটি জনসমুদ্রে রুপ নেয়। জনসভায় প্রধান অতিথি শিক্ষামন্ত্রী উপস্থিত থাকার কথা থাকলেও আসতে না পারায় মোবাইল ফোনে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার, এ সরকার ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশে আজ সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। সন্ত্রাস, জঙ্গিবাদ মোকাবেলা করেই সবাইকে নিয়ে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো। এসময় তিনি তার স্বামী বিশিষ্ট আইনজিবী তৌফিক নেওয়াজের সুস্থতা কামনা করে যারা দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভাটি বিকেল ৪টায় হওয়ার কথা থাকলেও দুপুর ২টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে উপজেলা সদর আলগী বাজার। বিকেল ৪টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে অতিথিবৃন্দ র‌্যালি সহকারে উপজেলা সদর আলগী বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোতালেব জমাদারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবউন্নয়ন সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হুমায়ুন প্রধানিয়া, জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেফালী, ইউপি চেয়ারম্যান আহমেদ আলি মাস্টার, যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী ও ছাত্রলীগ নেতা মহাসিন পাটওযারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হুমায়ুন পাটওয়ারী, এমএ বাশার, সাংগঠনিক সম্পাদক, শাহাদাত সরকার, জিএম জাহিদ, যুবলীগ যুগ্ম আহ্বায়ক এসএম সুমন সরদারসহ উপজেলার বিভিন্ন ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

২১ জুলাই, ২০১৯।