হাইমচরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শুরু

সাহেদ হোসেন দিপু
সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে হাইমচর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। আলগী দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় উপজেলার ৮টি স্কুলের প্রায় ৩শত পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন হাইমচর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আহসানুজ্জামান লুলু।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ইকরা আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক অলি আহমেদ হল সুপার ও জাগরনী আদর্শ শিশু নিকেতন প্রধান শিক্ষক এসএম আলম কেন্দ্র সচিব দায়িত্বে ছিলেন। পরীক্ষায় অংশগ্রহণকারী স্কুলগুলো হলো হাইমচর কিন্ডারগার্টেন জনতা বাজার, হাইমচর আইডিয়াল স্কুল দক্ষিণ আলগী, হাইমচর মডেল স্কুল হাইমচর নতুন বাজার, জাগরনী আদর্শ শিশু শিক্ষা নিকেতন কলেজ রোড, সানরাইজ কিন্ডার গার্টেন হাওলাদার বাজার, মা কচিকাচা কিন্ডারগার্টেন গন্ডামারা, চরভৈরবী আইডিয়াল একাডেমা চরভৈরবী, ইকরা আদর্শ একাডেমী হাওলাদার বাজার।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা এসোসিয়েশন কমিটির চেয়ারম্যান ফাতেমা আক্তার, সদস্য সচিব তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ হাইমচর মডেল স্কুল প্রধান শিক্ষক হাফিজুর রহমান। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন চরভৈরবী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. সাহিন হোসেন।