মানবাতার ছোঁয়া সামাজিক সংগঠনের উদ্যোগে

সাহেদ হোসেন দিপু
হাইমচরে করোনা ভাইরাস প্রতিরোধে মানবতার ছোঁয়া সামাজিক সংগঠনের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল হতে সন্ধা পর্যন্ত উপজেলার সদর আলগীবাজার ব্যবসা প্রতিষ্ঠানসড়কসহ উপজেলার বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন মানবতার ছোঁয়া সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সোলাইমান আহমেদ, সভাপতি মো. সুমন হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহ-সভাপতি আবির মাহমুদ, অর্থ সম্পাদক সাজেদা আক্তার, সংগঠনের উপদেষ্টা জয়নাল পাটওয়ারী, সদস্য নাঈম, জান্নাত, আলামিন, সালাহউদ্দিন, লিটন, মুনতাসির, হারুনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।