সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী কল্যাণ সমিতির আয়োজনে ব্যাপক আনন্দ ঘন পরিবেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত দপ্তরী কাম নৈশপ্রহরীদের নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ নবীণবরণ অনুষ্ঠিত হয়।
হাইমচর দপ্তরী কাম নৈশপ্রহরী কল্যাণ সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহীনুল ইসলাম মজুমদার।
এসময় তিনি বলেন, ছেলে ধরা, ডেঙ্গু ও ইভটিজিং- এ তিনটি বিষয়ের প্রতি তোমাদের সতর্ক থাকতে হবে। একই সময়ে এ তিনটি জিনিসের আবির্ভাব হয়েছে। যার ফলে দেশের মানুষ আতংকে রয়েছে। ছোট ছোট ছেলে-মেয়েরা স্কুলে এসে প্রথমেই তোমাদের দেখে। তোমরা তাদের দেখে-শুনে রাখবে, তাদের প্রতি যতœবান হবে। অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের তোমাদের কাছে নিরাপদ মনে করে বিদ্যালয়ে পাঠায়। তাদের এ বিশ্বাসকে টিকিয়ে রাখতে হবে এবং আরো সতর্কতার সাথে কাজ করতে হবে। বিদ্যালয়ের আশ-পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে, যাতে ডেঙ্গুর মত মশার উৎপত্তি না হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে ইভটিজিংয়ের শিকার না হয় সে দিকটাও তোমরা খেয়াল রাখবে।
তিনি বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলেই সরকার বিগত দিনের দাবিগুলো পূরণ করছে। আমাদের প্রাইমারী শিক্ষা সেক্টরে শুধুমাত্র তোমরা প্রহরীরাই বেসরকারিভাবে আছো। আর সব সেক্টরই সরকারিকরণ করা হয়েছে। তোমাদের দাবিকৃত দপ্তরী কাম প্রহরী চাকরিও একসময় সরকারিকরণ হয়ে যাবে, শুধু সময়ের ব্যাপার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম, হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন, জেলা দপ্তরী কাম প্রহরী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন শেখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলি জনি, আহসানুজ্জামান লুলু, উপজেলা ইনস্ট্রাক্টর মো. বোরহান উদ্দিন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেনসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের নতুন নিয়োগপ্রাপ্ত দপ্তরী কাম প্রহরীবৃন্দ।
আলোচনা সভা শেষে হাইমচর উপজেলা দপ্তরী কাম প্রহরী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. দেলায়ার হোসেন সভাপতি, মো. মামুদুল আলম সাধারণ সম্পাদক, মো. সুমন সর্দার সাংগঠনিক ও নুরে আলমকে সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
১ আগস্ট, ২০১৯।