হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার ৩৯নং দক্ষিণ নীলকমল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাছির উদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন।
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত পত্রের স্মারক নং-ডিপিইও/চাঁদ/২১৭৩/৫ তারিখ ২৯-৯-২০১৯ ইং এর আলোকে অভিযোগ সূত্রে জানা যায়, ৭নং পূর্বচর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন দক্ষিণ নীলকমল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাছির উদ্দিনের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসারের বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি লিখেন, গত ৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় হাইমচর উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার ও অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে লাঞ্ছিত ও অপমানিত করেন নাছির উদ্দিন। ঐ অভিযোগের আলোকে হাইমচর থানায়ও একটি সাধারণ ডায়রি লিপিবদ্ধ করেন তিনি। তারই সূত্র ধরে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন ঐ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় অসদাচারণ সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধি মালা ২০১৮ এর -৩ (বি) ধারায় নাছির উদ্দিনকে অভিযুক্ত করা হয়। সে আলোকে নাছির উদ্দিনকে কেন চাকরি থেকে বরখাস্ত করা হবে না বা অন্য কোন যথোপুযোক্ত শাস্তি আরোপ করা হবে না এর পক্ষে তার জবাব আগামি ১০ কার্য দিবসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে জমা দিতে নির্দেশ প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার আলি জানান, আমাদের দপ্তর শিক্ষক নাছির উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় মামলার চিঠি পেয়েছে। বিভাগীয় নিয়মেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
০৭ অক্টোবর, ২০১৯।