
সাহেদ হোসেন দিপু
হাইমচরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. হাফিজ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাহউল আলম ভূঁইয়া।
তিনি বলেন, পণ্য ক্রয়-বিক্রয় অনিয়ম মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে। খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাতকরণের প্রতিটি ক্ষেত্রে গুণগতমান নিশ্চিত করাও খুবই জরুরি। তাই খাদ্যে ভেজাল মিশ্রন প্রতিরোধে আমরা উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করবো।
তিনি বলেন, আমরা যারা ভোক্তা রয়েছি আমরা অতিরিক্ত মূল্য দিয়ে কোন পণ্য কিনবো না। ভেজাল খাদ্য উৎপাদন ও খাদ্যে ভেজাল মিশ্রন প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক হতে হবে।
সেমিনারে বক্তব্য রাখেন হাইমচর সরকারি কলেজ অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লাহ, হাইমচর ইউপি চেয়ারম্যান শাহাদাত সরকার, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ কোতয়াল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগমসহ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।