হাইমচরে ব্রিজ আছে, সড়ক নেই

স্টাফ রিপোর্টার
হাইমচর উপজেলার চরভৈরবী খালের উপর ব্রিজ নির্মাণ করা হলেও সড়ক নেই। যার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় এলাকাবাসীর। বিশেষ করে বৃষ্টি ও বর্ষা মৌসুম আসলে এই দুর্ভোগ আরো বেড়ে যায়।
ব্রিজ এলাকায় গিয়ে দেখা গেছে, উপজেলার চরভৈরবী ইউনিয়নের রায়পুর-লক্ষ্মীপুর সড়কের খালের উপর বহু বছর আগে স্থাপিত একটি ব্রিজ রয়েছে। বিগত বছরগুলোতে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়ে ব্রিজের দু’পাশের কাচা রাস্তাটি বিলীন হলেও টিকে আছে খালের উপর ব্রিজটি।
একসময় হাইমচর উপজেলা ও পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুরসহ দু’টি জেলার অসংখ্য মানুষ এই রাস্তাটি দিয়ে চলাচল করে আসছিল। এমনকি নদীপথে ঢাকা থেকে চাঁদপুর-ভায়া চরভৈরবীর লঞ্চের অধিকাংশ যাত্রী খুব দ্রুত সময়ে ও সহজে এই ব্রিজের কাচা রাস্তা দিয়ে রায়পুর-লক্ষ্মীপুর যাতায়াত করতো। আজ এসব কথা মনে হলেও চরভৈরবী ইউনিয়নের ৯ ওয়ার্ডের খালের উপর স্থাপিত ব্রিজটি শুধু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
এদিকে ৯নং ওয়ার্ডের বাসিন্দা চাঁদপুর-হাইমচর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোহাম্মদ আব্দুল বারেক বকাউল বাড়ির পাশের মেঘনা নদীর পাড় দিয়ে রাস্তা হতে চরভৈরবি রায়পুর ও লক্ষ্মীপুর যাওয়ার পথে রাস্তার পাশেই চোখে পড়বে খালের উপর স্থাপিত ব্রিজ এবং সংযোগ হওয়া কাচা রাস্তাটি। অন্যদিকে ভয়াবহ বন্যা ও জোয়ারের পানির প্রবাহিত স্রোতের আঘাত থেকে ব্রিজটি রক্ষায় ব্রিজের মূল স্থাপনায় ব্লক দিয়ে সংরক্ষণের চেষ্টা করা হয়েছে। এলাকাবাসী ও হতদরিদ্র কৃষকগন তাদের উৎপাদিত পণ্য ধান, চাল, বিভিন্ন শাক, সবজি পরিবহনের ক্ষেত্রে ব্রিজের সাথে কাচা রাস্তাটি বিলীন হওয়ার কারণে অন্য পথে অনেক পথ পাড়ি দিয়ে তাদের চরভৈরবি বাজারে নিয়ে যেতে হয়।
এলাকাবাসী বলেন, আমাদের চাঁদপুর-হাইমচর আসনের নির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নদী ভাঙন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণসহ চাঁদপুর-হাইমচরের ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। তাই আমরা মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ সংশ্লিষ্ট সবার সুদৃষ্টি কামনা করছি- এই ব্রিজটির দুই পাশে নতুন করে স্থায়ী সড়ক নির্মাণ করে দিয়ে এলাকাবাসীর সীমাহীন কষ্ট লাগবে সহায়তা করবেন।
ইউনিয়নের বাসিন্দা মানিক দেওয়ান, ইলিয়াস লিটন, জহির পাটোয়ারী, পারভেজ হাওলাদারসহ আরও অনেকেই জানান, আমরা এই গ্রামে মানুষ খুবই অবহেলিত। আমাদের গ্রামে চলাচলের ব্রিজ আছে সড়ক নেই। উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা না থাকায় আমরা অনেক কষ্টেই আছি।
এ বিষয়ে চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মেদ আলী মাস্টার বলেন, এখানে একটি কাঁচা রাস্তা ছিলো। কিন্তু বন্যার পানিতে তা বিলীন হয়ে গেছে। রাস্তাটি সংস্কারে নতুন করে উদ্যোগে নিবেন বলেন জানান এই জনপ্রতিনিধি।
২২ জুন, ২০২১।