শেখ হাসিনার মাধ্যমেই আমাদের ভিটা-মাটি রক্ষা করা সম্ভব
………নূর হোসেন পাটওয়ারী
সাহেদ হোসেন দিপু
হাইমচরের চরাঞ্চলে মেঘনার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আপনাদের পাশে আছি। আপনারা কোন ভয় পাবেন না। ডা. দীপু মনির সহযোগিতা নিয়ে আমরা সব ধরনের সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।
তিনি বলেন, উপজেলার মধ্য চরে ৮০ হাজার মানুষ বসবাস করে। মেঘনা নদীর করাল গ্রাসে ৬ থেকে ৭শ’ পরিবারের ঘরবাড়িসহ ৫ থেকে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে ভেঙ্গে নিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব আমাদের সম্পদ, ভিটা-মাটি রক্ষা করা। অল্প সময়ের মধ্যে মধ্য চরে বাঁধ সংরক্ষণ করার ব্যবস্থা গ্রহণ করে এ চরবাসীকে রক্ষা করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করেন তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে মেঘনার পশ্চিম পাড়ে নদী তীরবর্তী হাইমচর ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং নীলকমল ইউনিয়নের মাঝির বাজারসহ বিভিন্ন অঞ্চলে যাদের বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে তাদের কাছাকাছি গিয়ে দুঃখ-দুর্দশা পরিদর্শন করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির প্রধানীয়া, সহ-সভাপতি এম এ বাশার, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ সরদার, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম শিকদার, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমসহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।
২২ জুলাই, ২০২০।