হাইমচরে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে হামলা


হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার মহজমপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে বিয়ে বাড়িসহ কয়েটি বসতঘরে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এ নিয়ে কলনীর লোকজন বিয়ে বাড়ির উপর সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানবন্ধন করেন। গত ৮ জুন হাইমচর উপজেলার মহজমপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা ও বিয়ে বাড়ি গেইট ভাঙচুর করার প্রতিবাদে এলাকাবাসী তাদের বিচারের দাবিতে মানববন্ধন করেন।
উল্লেখ্য, গত ৭ জুন হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর বেপারীর সাথে স্থানীয় তাজু মালের ছেলে সোহাগের সাথে রেফারী থাকা না থাকা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে মাঠে ঐ ঘটনাকে কেন্দ্র কোতয়াল বাড়ি এবং মাল বাড়ির লোকজনের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ঘটনাটি মিমাংসা ও শান্তি-শৃংখলার লক্ষ্যে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী উভয় পক্ষকে ডেকে সমাধান করে দেয়ার আশ্বাস প্রদান করেন। উভয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কথা মেনে বাড়িতে চলে যান। উপজেলা পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম মালের লোকজনকে তার পরিষদের ডেকে এনে সমাধানের লক্ষ্যে আলোচনা করেন। এরই মাঝে জাহাঙ্গীর বেপারীর লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে শনিবার সন্ধ্যায় কলনী এলাকায় বিয়ে বাড়িসহ স্থানীয় কয়েকটি বাড়িতে ভাঙচুর করে।
হামলার সংবাদ পেয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত মো. আলমগীর ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীর বেপারীর ভাই এবং ভাগিনাসহ ১৩ জনকে আটক করে ঘটনাটি নিয়ন্ত্রণে আনেন। তাদের জিজ্ঞাসাবাদ ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা না করার প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে দেয়া হয়। বর্তমানে এ বিষয়টি নিয়ে কলনী এলাকায় লোকজনের মাঝে আতংক বিরাজ করছে।