হাজীগঞ্জ পৌরসভার উদ্যোগে সড়কে জীবাণুনাশক, মাইকিং, মাস্ক ও লিফলেট বিতরণ

করোনা প্রতিরোধে মেয়রের নেতৃত্বে সচেতনতামূলক কার্যক্রম

মোহাম্মদ হাবীব উল্যাহ্
করোনাভাইরাস প্রতিরোধে হাজীগঞ্জ বাজার এলাকায় ব্যাপক সচেতনাতমূলক কার্যক্রম পরিচালনা করেছে পৌরসভা। গতবছর থেকে করোনাকালীন সময়ে চলমান নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (৬ এপ্রিল) পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন উপস্থিত থেকে সড়কে জীবাণুনাশক ছিটিয়ে, মাইকিং, মাস্ক ও লিফলেট বিতরণ করেন।
এদিন সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে শুরু করে পৌরসভা কার্যালয় পর্যন্ত সড়কে জীবাণুনাশক ছিটানো হয় এবং সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ এবং যেসব পথচারীর মুখে মাস্ক ছিলো না তাদের মাস্ক পড়িয়ে দেন মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ প্যানেল মেয়র, কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় সড়কের পাশে থাকা ড্রেন ও বাজারের অলি-গলিতে মশক নিধন স্প্রে করা হয়। সচেনতামূলক এই কার্যক্রমে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, পৌর প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, প্যানেল মেয়র-২ আজাদ হোসেন মজুমদার, প্যানেল মেয়র-৩ রোকেয়া বেগম, সংরক্ষিত নারী কাউন্সিলর মমতাজ বেগম মুক্তা, মিনু আক্তার ও নামজুন নাহার ঝুমু, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, মোহাসীন ফারুক বাদল, সুমন তপাদার, মো. শাহআলম, কাজী মনির হোসেন, হাজী মো. কবির হোসেন কাজী, মো. বিল্লাল হোসেন, সাদেকুজ্জামান মুন্সী, মো. শাহআলম, পৌর সচিব মুহাম্মদ নূর আজম শরীফসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

০৭ এপ্রিল, ২০২১।