হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সড়ক দুর্ঘটনায় আহত


হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মুন্সী মোহাম্মদ মনির সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পৌরসভাধীন জিয়ানগর এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হন।
জানা গেছে, মোটর সাইকেল দুর্ঘটনায় মুন্সী মোহাম্মদ মনিরের মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে তিনি আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে চিকিৎসা দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম জানান, মাথায় তিনটি সেলাই দেয়া হয়েছে। তবে তিনি আশংকামুক্ত রয়েছেন।
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খাজা সাফিউল বাসার রুজমন জানান, আহত মুন্সী মোহাম্মদ মনিরকে চিকিৎসা শেষে বিশ্রামের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তিনি মুন্সী মনিরের সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন।

 

১ জুলাই, ২০১৯।