হাজীগঞ্জে অগ্নিকান্ডে ফার্মেসি পুড়ে চাই

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জের অগ্নিকান্ডে একটি ফার্মেসি পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার রাতে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহাম্মদপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। প্রায় আধঘণ্টার চেষ্টায় ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানিয়েছে, আহাম্মদপুর বাজারের কামালের ঔষধের দোকানে রাত ১০ টায় আগুন লাগে। এলাকাবাসী আগুন দেখে নিজেরা নিভানোর চেস্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততোক্ষনে ঔষধের দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে নগদ ১০ হাজার টাকা ও মালামালসহ প্রায় ১ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।
দোকানের মালিক কামাল হোসেন জানান, দোকান বন্ধ করে বাড়ি গেলে বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে আগুন লেগে দোকানটি পুড়ে গেছে।