হাজীগঞ্জে আ. হালিম তালুকদার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে আলহাজ আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের স্থানীয় রামপুর বাজারস্থ আল্-বান্না বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪শ’ ৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আলহাজ আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ২০০৫ সাল থেকে ধারাবাহিকভাবে শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মেধাবী, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে কোন প্রকার ফি ছাড়াই প্রতি বছর এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছরও ১শ’ ২০ জন শিক্ষার্থীকে (পরীক্ষায় মেধা তালিকা অনুসারে) বৃত্তি প্রদান করা হবে।
আলহাজ আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার বলেন, কোন প্রকার ফি ছাড়াই ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে আমরা শিক্ষা বৃত্তি প্রদান করছি। স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে পরীক্ষায় মেধাক্রম অনুসারে শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হচ্ছে।
মঙ্গলবার অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী মহন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজিব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসাঈন চৌধুরী, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোটা. এসএম মানিক, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. শাহআলম মুন্সী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কালচোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার উল্যাহ্ পাটওয়ারী, আলহাজ আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, কার্যকরী পরিচালক মুক্তিযোদ্ধা মো. আব্দুর রব পাটওয়ারী, আল্-বান্না স্কুলের অধ্যক্ষ মো. শাহাজান, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবু সায়েম মিয়াজী, হাজীগঞ্জ পৌর যুবনেতা রাশেদ আলম হীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।