হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে আতিক শাহ্ ব্রিকস্ এন্ড ম্যানুফেকচারিংয়ে খতমে কোরআন ও খতমে ইউনুছ এবং দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ইটভাটায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাকৈতলা ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মফিজুল ইসলাম। এর আগে মাওলানা কাজী এনায়েত উল্যাহ্র নেতৃত্বে বেশ কয়েকজন হাফেজ ও আলেম খতমে কোরআন ও খতমে ইউনুছ সম্পন্ন করেন।
আতিক শাহ্ ব্রিকস্ এন্ড ম্যানুফেকচারিংয়ের স্বত্বাধিকারী মো. নাজির আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় ২০১৮-১৯ অর্থ বছরে নতুন ইট উৎপাদনের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজিত খতমে কোরআন ও খতমে ইউনুছ শেষে দোয়া ও মোনাজাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় লোকজন ও ইটভাটার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।