উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ বিভিন্ন মহলের শোক
হাজীগঞ্জ ব্যুরো
বিজয় টিভির চাঁদপুর প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর খবরের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সিফাতের বাবা হাফেজ মাও. ছিদ্দিকুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বাদআছর পশ্চিম হাটিলা খান বাড়িতে মরহুমের ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে সকাল ১০টায় তার নিজ কর্মস্থল শাহরাস্তি উপজেলার উয়ারুক রহমানীয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং বাদ জোহর হাজীগঞ্জ উপজেলা জামে মসজিদের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।
মরহুম হাফেজ মাও. ছিদ্দিকুর রহমান শাহরাস্তি উপজেলা উয়ারুক রহমানীয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক ও হাজীগঞ্জ উপজেলা জামে মসজিদের (কোট মসজিদ) ইমাম ও খতিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। গত ১৭ নভেম্বর দিবাগত রাত পৌনে ২টার দিকে তিনি ঢাকাস্থ ইবনেসিনা হসপিটালের কার্ডিয়াক এন্ড ভাসকুলার আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে তিনি গত ১১ নভেম্বর নিজ মসজিদে মাগরিবের নামাজ পড়ানোর সময় বুকে প্রচন্ড ব্যথা উঠে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
এদিকে হাজীগঞ্জ উপজেলা জামে মসজিদে জানাজার আগে নিহতের রুহের মাগফেরাত কামনা করে স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক পরান, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব আব্দুর রউফ, স্থানীয় পৌর কাউন্সিলর আজাদ মজুমদার প্রমুখ।
এ সময় প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদকর্মী ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।