মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আরো একজন মেয়র প্রার্থী ও ৭ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) পর্যন্ত মোট ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন ও কাউন্সিলর পদে ৪৮ জন প্রার্থী রয়েছেন।
মেয়র প্রার্থীরা হলেন- বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক মেয়র আলহাজ আব্দুল মান্নান খান বাচ্চু, আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী রোটা. আহসান হাবিব অরুন ও শিউলি আক্তার। এদিন (মঙ্গলবার) রিটার্নিং অফিসারের কার্যালয় ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল হোসেনের কাছ থেকে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন- সাবেক মেয়র আলহাজ আব্দুল মান্নান খান বাচ্চু, কাউন্সিলর পদে ১০নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টো ও হাবিবুল নবী সোহেল এবং ৩নং ওয়ার্ডের মহসিন ফারুক বাদল।
৪নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মো. তাজুল ইসলাম ও এমরান হোসেন, ৬নং ওয়ার্ড থেকে সাংবাদিক মেহেদী হাছান সর্দার এবং সংরক্ষিত-৪ (ওয়ার্ড নং- ১০, ১১ ও ১২) থেকে জাহানারা বেগম মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামি ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামি বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামি ১০ জানুয়ারি এবং ভোটগ্রহণ আগামি ৩০ জানুয়ারি। যা ব্যালেট পেপারের মাধ্যমে গ্রহণ করা হবে।
২৩ ডিসেম্বর, ২০২০।