স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী কাজী দুলাল (৫০) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গতকাল রোববার দুপুরে পুলিশ সুপার জিহাদুল কবিরের কাছে তিনি আত্মসমর্পণ করেন। এ সময় পুলিশ সুপারের হাতে ফুল দিয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার ব্যক্ত করেন। আত্মসমর্পণকালে কাজী দুলালের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জিহাদুল কবির জানান, হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের কাজী দুলাল ১৯৯৬ সাল থেকে হাজীগঞ্জসহ চাঁদপুরে ফেন্সিডিল ও ইয়াবা কারবার চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানাসহ চাঁদপুরের বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। এছাড়া আগে ও পরে তার বিরুদ্ধে আরো অনেক মামলা ছিল।
তিনি আরো বলেন, জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পুলিশের তালিকায় কাজী দুলালের নাম রয়েছে। ইতোমধ্যে অনেকগুলো মামলায় জেল খাটলেও কিছু মামলায় ওয়ারেন্ট জারি থাকায়, সে নিজেই এসে আত্মসমর্পণ করেন।
উল্লেখ্য, কাজী দুলাল হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের মৃত মেন্দু কাজীর ছেলে। সে চট্টগ্রাম বিভাগের মাদক পাচারকারী ও মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন বড় ডিলার এবং বিভাগীয় শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানা ও জেলা সদরসহ বিভিন্ন জেলায় অর্ধ-শতাধিক মামলা রয়েছে।
জানা গেছে, হাজীগঞ্জের প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়ায় ১৯৯০ সাল থেকে কাজী দুলাল মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেন। এরপর থেকে বার-বার পুলিশের হাতে আটক হলেও তিনি জামিনে বের হয়ে এসে আবারো মাদক ব্যবসা জড়িয়ে পড়েন। সবশেষে গত ১ বছর যাবৎ তিনি পলাতক ছিলেন। যার ফলে পুলিশ তাকে ধরতে ব্যর্থ হয়। অবশেষে তিনি নিজেই এসে পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেন।