হামনকর্দ্দীতে ইয়াবাসহ ৪ জন আটক


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের শাহতলী বাজার সংলগ্ন দাস বাড়ি থেকে ৪ যুবককে আটক করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টায় মৈশাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সদস্য ও গ্রাম পুলিশরা তাদের আটক করে।
আটকরা হচ্ছেন- বড় শাহতলী গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. ফখরুল হোসেন খান, আবুল কালাম গাজীর ছেলে কামাল হোসেন রাজু, ইউনুছ বাবুর্চির ছেলে সুমন গাজী ও মৃত করিম গাজীর ছেলে জাকির হোসেন।
জানা যায়, আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ইউনিয়নে কঠোর নজরদারির ব্যবস্থা করে। সে লক্ষ্যে মৈশাদী ইউনিয়ন গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা রাত জেগে ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে পাহারা দিচ্ছে। ঘটনার দিন দাসবাড়ি সামনে বসে তারা ইয়াবা সেবনের সময় মৈশাদী ইউনিয়ন দফাদার বিল্লাল হোসেনের নের্তত্বে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্রসহ ইয়াবা পাওয়া গেছে। এ সময় তারা পালিয়ে যাওয়ার জন্য গ্রাম পুলিশদের উপর হামলা করে। ইউনিয়ন দপদার বিল্লাল হোসেনসহ কয়েকজন গ্রাম পুলিশ আহত হন।
শনিবার সকালে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে জানালে এসআই লোকমান হোসেন তাদের আটক করে থানায় নিয়ে যায়।
এসময় মৈশাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ জাহান তুষার, ওয়ার্ড মেম্বার ফারুক সরকার, বজলুল গনি জিলন, বারেক খান, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান উপস্থিত ছিলেন।

১১ আগস্ট, ২০১৯।