প্রেস বিজ্ঞপ্তি
নতুন বছরের পহেলা জানুয়ারি থেকে ভয়েস টেলিভিশন ও সিনেবাজ অ্যাপস্-এর উদ্যোগে দেশব্যাপী শুরু হচ্ছে সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা। উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা থেকে এ প্রতিযোগিতা শুরু হচ্ছে। সঙ্গীত ও নৃত্য বিভাগে ৮ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিযোগিরা অংশ নিতে পারবে। তবে অবশ্যই অংশগ্রহণকারীদের দেশীয় যে কোনো বাংলা গান পরিবেশন করতে হবে। নৃত্যের ক্ষেত্রেও হতে হবে দেশীয় শিল্পীদের পরিবেশিত গান।
এ প্রতিযোগিতায় অংশনিতে আগামি ৩০ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রতি বিভাগে অংশগ্রহণের জন্য ১০০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। বিকাশের (০১৭১১৯৮২১১৫ পার্সোনাল) মাধ্যমে প্রতিযোগীদের রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে অথবা প্রতিযোগিতার দিন অনুষ্ঠানস্থলে রেজিস্ট্রেশন ও রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার সুযোগ থাকবে।
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে পহেলা জানুয়ারি থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে উপজেলা ও জেলা পর্যায়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। কচুয়া উপজেলায় ১ জানুয়ারি, শাহারাস্তি উপজেলা ২ জানুয়ারি, হাজীগঞ্জ উপজেলা ৩ জানুয়ারি, ফরিদগঞ্জ উপজেলা ৪ জানুয়ারি, মতলব উত্তর উপজেলা ৫ জানুয়ারি, মতলব দক্ষিণ উপজেলা ৬ জানুয়ারি, হাইমচর উপজেলা ৭ জানুয়ারি, চাঁদপুর সদর উপজেলা ও চাঁদপুর পৌর এলাকায় ৯ জানুয়ারি, চাঁদপুর জেলা পর্যায়ে ১১ ও ১২ জানুয়ারি এবং জেলা পর্যায়ের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি। এ পর্বে বিচারক থাকবেন- দেশ বরেণ্য কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও প্রতিক হাসান।
প্রতিযোগিতায় অংশ নিতে প্রত্যেক প্রতিযোগীকে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্মনিবন্ধন সঙ্গে আনতে হবে। জেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে ইয়েস কার্ড, সনদ, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হবে। উপজেলা পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী সরাসরি ভয়েস টেলিভিশনে গান পরিবেশনের সুযোগ পাবে।
এ প্রতিযোগিতা প্রসঙ্গে শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার এবং ভয়েস টেলিভিশনের চেয়ারম্যান মো. সেলিম খান জানান, চাঁদপুর থেকে শুরু হওয়া সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা সারাদেশে শিল্পী বাছাইয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সেই সঙ্গে সত্যিকারের শিল্পীদের আমরা মূল্যায়ন করতে পারবো বলে আশা করছি।
প্রতিযোগিতার বিষয়ে যে কোনো তথ্য জানতে সরাসরি যোগাযোগ করা যাবে- ভয়েস টেলিভিশনের কম্পিটিশন ইভেন্ট কো-অর্ডিনেটর কণ্ঠশিল্পী মৃণাল সরকারের সঙ্গে। যার মোবাইল নম্বর : ০১৭১১-৯৮২১১৫। দেশব্যাপী এ সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার মিডিয়া পার্টনার শাপলা মিডিয়া এবং দৈনিক চাঁদপুর বার্তা।
২২ ডিসেম্বর, ২০২০।