২১ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাতে মিলাদ ও দোয়া

হাইমচরে স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়কের উদ্যোগে

হাইমচর ব্যুরো
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হাইমচরের কৃতী সন্তান, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদ আ. কুদ্দুসসহ নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করে হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আ. ছাত্তার গাজীর উদ্যোগে তার নিজ এলাকায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ আগস্ট সকালে শহীদ আ. কুদ্দুসের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান, বাদজুমা গন্ডামারা এলাকায় তার নিজ বাসভবনের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আ. ছাত্তার গাজী। এ সময় তিনি গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ হামলায় জড়িতদের ফাঁসি দাবি করে বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন বেপারী, কাশেম মিলিটারী, ফারুক গাজী, মান্নান গাজী, স্বেচ্ছাসেবক লীগ ইউনিয়ন সম্পাদক নেচার আহম্মেদ গাজী, যুবলীগ নেতা শাহাদাত হাওলাদার, মো. জসিম, ছাত্রলীগ নেতা আরমান হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাও. মো. হাসান। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
২৪ আগস্ট, ২০২০।