
দপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাড. আ. লতিফ শেখ ও সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল আল মামুন পাটওয়ারী এবং বিএনপি প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাড. কামাল উদিদ্দন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহিনসহ অন্যান্যরা। -ইল্শেপাড়
স্টাফ রিপোর্টার
আগামি ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। সমিতি মিলনায়তনে ওইদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১৮ জানুয়ারি দুপুরে সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. শহীদুল্লাহ কায়ছারের কাছে মনোনয়নপত্র জমা দেন দু’প্যানেলের প্রাথীরা। প্যানেল দু’টি হচ্ছে আইনজীবী সমন্বয় পরিষদ ও সমমনা আইনজীবী ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে মনোনয়ন পত্র দাখিল করেন আইনজীবী সমন্বয় পরিষদের (আওয়ামী লীগ) প্রার্থী সভাপতি পদে অ্যাড. আ. লতিফ শেখ, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নিজাম উদ্দিন শাহাজাদা এবং সমমনা আইনজীবী ঐক্য পরিষদ (বিএনপি) প্রার্থী সভাপতি পদে অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহিন ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনির হোসন।
জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার। সহকারী কমিশনারের দায়িত্বে রয়েছেন সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অ্যাড. শহীদুল্লাহ কায়ছার ও অ্যাড. বিল্লাল হোসেন। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া।