কচুয়া ব্যুরো
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৯ বছর পর আজ বৃহস্পতিবার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। উদ্বোধন করবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তা সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। বিশেষ অতিথি আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদসহ অন্য অতিথিরা উপস্থিত থাকবেন।
সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। কে হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক- এ নিয়ে আলোচনা চলছে এখন উপজেলার সকল জনপদে।
সব পদেই প্রার্থী রয়েছেন। প্রার্থীরা কাউন্সিলরদের মনজয়ের ব্যস্ত সময় কাটাচ্ছেন। এদিকে বেশিরভাগ কাউন্সিলর মনে করছেন সিলেকশনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হলে দলের ত্যাগী ও তৃণমূলের সাথে সম্পৃক্ত এমন প্রার্থী বাছাই করা কঠিন হবে। তাদের দাবি কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলে দল সুসংগঠিত হবে।
বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ছুটে চলছে কাউন্সিলরদের সমর্থন আদায়ের জন্য। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা দুইবারের নির্বাচিত জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান ও বন ও পরিবেশ বিষয়ক আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শাহজাহান শিশির, টানা প্রায় ১৮ বছর যাবৎ সভাপতির দায়িত্বে থেকে দলের নেতৃত্বে দানকারী বর্তমান সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন নাহার ভূঁইয়া, কচুয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা ফয়েজ আহম্মেদ স্বপন ও হুমায়ন কবির মিয়াজী।
সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন- উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মুক্তিযোদ্ধার সন্তান নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লালু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার ও আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক প্রমুখ।
সবমিলিয়ে কে হচ্ছেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক- এদিকে তাকিয়ে আছে কচুয়া উপজেলা আওয়মী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৩ সালের ২৬ জানুয়ারি হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় ৯ বছরে বর্তমান কমিটির সম্পৃক্ততার মধ্যেই জাতীয় সংসদীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
০৮ ডিসেম্বর, ২০২২।