আবারো সভাপতি হচ্ছেন লিপন! সম্পাদক কে?
মোহাম্মদ হাবীব উল্যাহ্
৯ বছর পর হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় হাজীগঞ্জ বাজারস্থ পৌর বাস টার্মিনালে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
সম্মেলনের উদ্বোধন করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী এবং সভাপতিত্ব করবেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দীন।
জানা গেছে, ২০১৩ সালের জানুয়ারি মাসে হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে বর্তমান পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন সভাপতি ও আলহাজ সৈয়দ আহম্মদ খসরুকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়।
৩ বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও গত ৮ বছরেও কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। অবশেষে ৯ বছরের শেষ পর্যায়ে হতে যাওয়া এ সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
দলীয় নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে পৌরসভার ১২টি ওয়ার্ডে সম্মেলনও সম্পন্ন করা হয়েছে। পৌরসভার সম্মেলনকে কেন্দ্র করে ওয়ার্ডপ্রতি ১৯জন করে পৌরসভার ১২টি ওয়ার্ডে ২২৮ জন, কোয়াক (স্পেশাল) ১৯ জন ও পৌর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের ৬৭ জন সদস্যসহ মোট ৩১৪ জন কাউন্সিলর করা হয়।
এদিকে সম্মেলনকে ঘিরে সভাপতি পদপ্রার্থী হিসাবে বর্তমান সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও গাজী বিল্লাল হোসেন এবং সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে জহিরুল ইসলাম মামুন, মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, শামসুজ্জামান মুন্সী ও হায়দার পারভেজ সুজনের প্রার্থীতার কথা জানা গেছে।
বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরুর প্রার্থীতার বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। তার অংশগ্রহণে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। পরবর্তীতে গত ১৬ নভেম্বর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের পর থেকে তাকে আর কোন ওয়ার্ড সম্মেলনে দেখা যায়নি। বিশ^স্ত সূত্রে জানা গেছে, তিনি কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দলীয় ও বিভিন্ন সূত্রে জানা গেছে, টানা দুইবারসহ বর্তমান পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের ব্যাপক জনপ্রিয়তা থাকায় তিনি তৃতীয়বারের মতো সভাপতি হচ্ছেন বলে ধরে নিয়েছেন দলীয় নেতাকর্মীরা। তবে সাধারণ সম্পাদক কে হচ্ছেন, এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মেদ খসরু না থাকায়, তারা তাকিয়ে আছেন সম্মেলনের দিকে।
২৫ নভেম্বর, ২০২২।