মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,ভোরের চখ,দুবাই: সংযুক্ত আরব আমিরাতে মিনিবাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক এশিয়ান নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) আমিরাতে দুবাই-আল আইন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় কোনো বাংলাদেশি রয়েছে কিনা এখনও জানা যায়নি।
দুবাই অনুসন্ধান ও উদ্ধার বিভাগের মেজর আলী আল নাকবি এক বিবৃতিতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক এশিয়ান নিহত ও এক চালক, দুই যাত্রীসহ মোট তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।