ইন্ডিয়ান মরিচের দাপটে দেশি মরিচের বাজার মন্দা

জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচা বাজার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত এ কাঁচা বাজার দেশের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ এবং বৃহৎ পাইকারি আরদ।
বৃহস্পতিবার রাতেও এখানে পাইকারি মরিচ বিক্রি হয়েছে প্রতি কেজি দুশ’ থেকে তিনশ’ টাকা দরে। কিন্তু সকালের মধ্যেই দর পড়ে গেছে। শুক্রবার সকালে নিমসার কাঁচা বাজারে গিয়ে দেখা গেল মরিচের পাইকারি দাম প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা দরে।
বিক্রেতারা বলছেন, বৃহস্পতিবার রাতে আমদানি করা ইন্ডিয়ান মরিচ বাজারে চলে আসায় দেশি মরিচ এক ধাক্কায় প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা কমে গেছে।
শুক্রবার সকালে নিমসার আরতে গিয়ে দেখা গেছে কাঁচামরিচ একেবারেই অপ্রতুল। দেশি মরিচ পাইকারি বিক্রি হতে দেখা গেছে প্রতিকেজি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি। আর ভারত থেকে আসা মরিচ বিক্রি হয়ে গেছে রাতেই।
পাইকারি ব্যবসায়ী ইমরান হোসেন ও ইসমাইল হোসেন জানান, একরাতেই কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা দর পতনের ফলে পাইকারি বিক্রেতাদের অনেক টাকা লোকসান গুণতে হয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২০।