মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা সদরে অবস্থিত কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলে দুর্ধর্ষ চুরির ঘটনায় সিআইডি’র ক্রাইম সিন ইউনিটের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরদিকে স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, গত ১ অক্টোবর রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে সিআইডি’র ক্রাইম সিন ইউনিটের ৬ সদস্যের একটি দল কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলে এসে পৌঁছে। তারা ফিংগার প্রিন্টসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে নিয়ে যায়। এ সময় সহকারী পুলিশ সুপার মো. আহসান হাবিব, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, ইন্সপেক্টর (তদন্ত) মো. ইব্রাহিম খলিলসহ থানার সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর গভীর রাতে চোরের দল ওই স্কুলের অফিস কক্ষের পিছনের জানালা ভেঙ্গে ৩টি মূল্যবান ল্যাপটপ, নগদ ১৮ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।
০৩ অক্টোবর, ২০১৯।