কচুয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত


কচুয়া ব্যুরো
কচুয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে মুজিবনগর দিবসের পটভূমি ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে’র সভাপ্রধানে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ. মবিন, ডেপুটি কমান্ডার আলহাজ জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, সাবেক শিক্ষক সনতোষ চন্দ্র সেন, সমাজসেবক জাফরুল হাসান খোকন প্রমুখ।