আহসান হাবীব সুমন
কচুয়ায় সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রা.) এর ওরস মোবারক ও কাদেরিয়া তাহেরীয়া দারুল কোরআন মাদ্রাসার হিফজুল কোরআনের সমাপণী অনুষ্ঠিত হয়েছে। কচুয়া পৌরসভা মাসিমপুরে অবস্থিত মাদ্রাসার মিলনায়তনে গতকাল মঙ্গলবার সকালে কোরআনে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান, ছাত্রদের ছবক ও বিশেষ দোয়া মোনজাতের মাধ্যমে সমাপণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
ছাত্রদের পাগড়ী ও ছাত্রদের ছবক প্রধান করেন প্রধান বক্তা ঢাকা কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিছ হাফেজ মাও. মুফতি মুনিরুজ্জামান আল কাদেরী। কাদেরিয়া তাহেরীয়া দারুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওস্তাজুল হুফফাজ হাফেজ ক্বারী মোহাম্মদ শফিকুল কাদেরীর সভাপতিত্বে এসময় সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলবাহার জামে মসজিদের খতিব মাও. গোলাম কিবরিয়া, তাজেদারি মদিনা সুন্নিয়া মাদ্রসার পরিচালক হাফেজ মাও. ওমর ফারুক, লাউকরা মসজিদের খতিব হাফেজ মাও. মো. ইয়াছিন আল কাদেরী, কাদেরিয়া তাহেরীয়া দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাও. আবু তালেব, মোশারফ হোসেন, ইউনুছ, জাহাঙ্গীর হোসন, সমাজসেবক আ. মান্নান, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি হুমায়ন কবীর প্রধান, পাগড়ী পরিদান কৃত হাফেজ মো. ইসমাইল হোসেন, শিক্ষার্থী শহিদুল ইসলাম আল কাদেরী, নাজমুস সাকিব প্রমুখ।
১৭ জুলাই, ২০১৯।