কচুয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

বর পক্ষের ৫ হাজার টাকা জরিমানা

আহসান হাবীব সুমন
কচুয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেনিতে পড়–য়া ১৪ বছরের স্কুল ছাত্রী। গত রোববার রাতে উপজেলার কাদলা ইউনিয়নের শাসন খোলা গ্রামের প্রবাসী শাহ আলমের মেয়ে স্কুল ছাত্রীর দুমধাম করে বাল্য বিয়ের আয়োজন করা হয়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নিলীমা আফরোজের নির্দেশক্রমে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমনদে মেয়ের বাবার বাড়ি পৌঁছে বিয়ের সকল কার্যক্রম বন্ধ করে দেয়। প্রাপ্ত বয়ষ্ক না হওয়া পর্যন্ত স্কুল ছাত্রীকে বিয়ে দিবেনা মর্মে তার মায়ের নিকট থেকে মুছলেকা নেয়া হয়। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমনদে বিয়ের আয়োজন কারী বরের ফুফু একই গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী তানিয়া বেগমকে ৫ হাজার টাকার দন্ডাদেশ প্রদান করেন। ফলে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়া ছাত্রী।