আহসান হাবীব সুমন
কচুয়ায় মাদক ব্যবসায়ী আবুল কালামের বাড়ির অস্থাবর-মালামাল ক্রোক করেছে পুলিশ। গতকাল রোববার আদালতের আদেশ মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া সার্কেল) শেখ রাসেল, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ভূঁইয়া অভিযান চালিয়ে পৌরসভার করইশ গ্রামের মৃত আ. আজিজের ছেলে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীর কালামের বাড়ির অস্থাবর মালামাল ক্রোক করে। পুলিশ মাদক ব্যবসায়ীর কালামের বসতঘরের আসবাবপত্র, নগদ অর্থ, ফ্রিজ, টিভিসহ অন্যান্য মালামাল ক্রোক করে থানায় নিয়ে আসে।
অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া সার্কেল) শেখ রাসেল জানান, আমরা আদালতের নির্দেশ পেয়েছি আসামি আবুল কালামের বাড়ির অস্থাবর মালামাল ক্রোক করার জন্য। মাদক ব্যবসায়ীর মালামাল ক্রোকের মাধ্যমে অন্য মাদক ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। তাছাড়া সরকারও মাদকের বিরুদ্ধে জিরু টলারেন্সে কাজ করে যাচ্ছে।
কচুয়া থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান ভূঁইয়া জানান, আদালত ও চাঁদপুর পুলিশ সুপারের নির্দশনায় মাদক স¤্রাট আবুল কালামের বাড়ির মালামাল ক্রোক করেছি। তার বিরুদ্ধে ১২টির মতো মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
- Home
- প্রথম পাতা
- কচুয়ায় মাদক ব্যবসায়ীর বাড়ির মালামাল ক্রোক
Post navigation

