আহসান হাবীব সুমন
কচুয়ায় মাইক্রোবাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঢাকা-কচুয়া সড়কের পালাখাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দোয়াটি গ্রামের কিশোর রঞ্জন ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সে মারা যায়। এছাড়া নেয়াদ্দা গ্রামের দুলাল হোসেন ও দোয়াটি গ্রামের স্কুল ছাত্রী মনি আক্তার সীমা আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যাত্রীসহ মাইক্রোবাসে করে নোয়াখালীর রামগঞ্জ যাওয়ার সময় পালাখাল বাসস্ট্যান্ডে বিপরীত থেকে আসা অটোবাইকের সাথে ধাক্কা লাগে। আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে। এর মধ্যে গুরুতর আহত দোয়াটি গ্রামের কিশোর রঞ্জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও দুলাল হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত মনি আক্তার সীমা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোর রঞ্জন মারা যান।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে মাইক্রোবাস চালক মামুনুর রশিদ উজ্জ্বলকে আটক করে থানায় নিয়ে যায়। সে মতলব উত্তর উপজেলার পাঁচআনি গ্রামের আলী আহমেদের ছেলে।