স্টাফ রিপোর্টার
চাঁদপুর মডেল থানা ও নৌ-থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে লঞ্চ টার্মিনাল ঘাট এলাকা থেকে ইয়াবাসহ মাদক পাচারকারীকে আটক করেছে। গতকাল সোমবার দুপুর দেড়টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক আবদুর রব জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌ-থানার অফিসার ইনচার্জ মো. আবু তাহের খানসহ পুলিশ সদস্যরা লঞ্চ টার্মিনাল ঘাটের সিএনজি স্ট্যান্ডে অভিযান পরিচালনা করি। এ সময় চট্টগ্রামের সিডিএ মার্কেট এলাকার ও রামগঞ্জ লক্ষীপুরের জাহাঙ্গীর আলমের ছেলে মো. মামুন (২৪) কে ইয়াবা বহনের দায়ে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২শ’ ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, ইয়াবা বহনকারী মামুন চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে এই ইয়াবা বহন করে চাঁদপুরের বড় স্টেশন এলাকার জনৈক মাদক ব্যবসায়ীর কাছে নিয়ে আসে। পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য মামুন প্রথমে লক্ষ্মীপুরে ইয়াবা নিয়ে চলে যায়। সেখান থেকে সে বরিশালে যায়। পরবর্তীতে আজকে সে ইয়াবাগুলো চাঁদপুরের মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতে বরিশাল থেকে সে চাঁদপুরে আসে। গোপন সংবাদের খবর পেয়ে আমরা নৌ থানার অফিসার ইনচার্জ আবু তাহের খান, এএসআই মনির হোসেন, চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান অভিযান চালিয়ে মামুনকে আটক করি। তার হেফাজত থেকে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৮১ হাজার টাকা। আটক মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ এর ১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে ইয়াবাসহ আটক ১
Post navigation


