স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে চাঁদপুরে অসহায় ও দরিদ্রের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল তার নিজ বাড়িতে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে সবার মাঝে সম-পরিমাপে চাল বিতরণ করেন। যাতে কেউ কম বা বেশি না পায় সেদিকে আবু নঈম পাটওয়ারী দুলালের নজর ছিলো শুরু থেকে শেষ পর্যন্ত।
তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দরিদ্রের মাঝে চাল দেয়া হয়েছে। এ চাল হচ্ছে অসহায় ও দরিদ্রের হক। যাতে কেউ কম বা বেশি না পায় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে।
১১ আগস্ট, ২০১৯।