স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে বিএনপির ৫০ জন নেতার নাম উল্লেখ ও অজ্ঞাতনামা অনেকের নামে পৃথক ঘটনায় ২টি মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় দুই জনকে আটক করা হয়। সোমবার (৩০ অক্টোবর) সকালে চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহজাহান বাদী হয়ে এই ২টি মামলা দায়ের করেন। দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
আটকরা হলেন- চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের ইমাম উদ্দিন ঢালীর ছেলে শাহরিয়ার তানিম ঢালী (২৮) ও বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা এলাকার শাখা পাটওয়ারীর ছেলে রাসেল পাটওয়ারী (২৫)।
মামলার বিবরণে জানা যায়, গত ২৯ অক্টোবর সকালে হরতালে চলাকালীন সময়ে সদর উপজেলার বাগাদী ইউনিয়নে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে আগুন জ্বালিয়ে যানবাহান ও মানুষ চলাচলে বিঘœতা সৃষ্টি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টির অপরাধে ৩২ জন নামীয়, অজ্ঞাত অনেককে আসামি করে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।
অপরটি শহরতলীর বাবুরহাট এলাকায় জনমনে ভীতি সঞ্চার করতে ইট-পাটকেল নিক্ষেপ ও ঘোষেরহাট এলাকায় আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, ককটেল বিস্ফোরন করার অপরাধে বিষ্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ১৮ জন নামীয় এবং অজ্ঞাত অনেককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
এসআই শাহজাহান জানান, সারাদেশের মতো চাঁদপুরে হরতালে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা করে। নাশকতার চেষ্টাকালে হাতেনাতে তানিম ও রাসেলকে আটক করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শেখ মুহসীন আলম জানান, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ২টি মামলা দায়ের হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
৩১ অক্টোবর, ২০২৩।