সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘিরে চাঁদপুরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কয়েকশ’ বিক্ষোভকারী সেখানে অবস্থান নেন।
ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত প্রাঙ্গণের মতো চাঁদপুরের আদালত প্রাঙ্গণে ছাত্রদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রায় ২ ঘণ্টা তুমুল বৃষ্টির মধ্যে তাদের বিক্ষোভ চালিয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে চাইলে পুলিশি বাধার সম্মুখীন হয়।
এসময় শিক্ষার্থীরা ‘আমার খাও, আমার পর, আমাকে গিয়ে গুলি কর’ ‘তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও’ ‘আমার ভাই মরলো কেন, আমার বোন মরলো কেন, জবাব চাই, ‘দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’ ‘কোটা না মেধা, মেধা, মেধা’ বলে স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য তাদের শান্ত রাখতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত, সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরীসহ অসংখ্য পুলিশ সদস্য।
অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, আমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য বলেছি। তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করে এসব বিষয়ে বুঝিয়ে বলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।
০১ আগস্ট, ২০২৪।