স্টাফ রিপোর্টার
বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবদুর রহিম খানের বাবা, জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার শহরের মমিনপাড়া নিবাসী আবদুর রাজ্জাক খানের দাফন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন চাঁদপুর সরকারি কলেজ মসজিদের খতিব মাও. কাজী নিজামুল হক।
জানাযার আগে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবদুর রহিম, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকন, মসজিদে গোর-এ-গরিবা কমপ্লেক্সের খতিব মাও. আব্দুর রশিদ। পরে তাকে বাস স্ট্যান্ড সংলগ্ন পৌর কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সদস্য আবদুর রহিম খানের বাবা জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার শহরের মমিনপাড়া নিবাসী আবদুর রাজ্জাক খান বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। আবদুর রাজ্জাক খানকে গত শুক্রবার চাঁদপুরে সিএনজির ধাক্কায় আঘাতপ্রাপ্ত হলে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১টায় তিনি মৃত্যুবরণ করেন।


